স্পোর্টস ডেস্কঃ ঝড়-বৃষ্টি, ঘূর্ণিঝড়ের কবলে বাংলাদেশ। একই অবস্থা সাত সাগর তেরো নদীর ওপারের দেশ যুক্তরাষ্ট্রেও। মার্কিন মুলুকে সেই ঝড়-বৃষ্টি বিঘ্ন ঘটাচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ঝড়-বৃষ্টির কারণে মাঠে গড়ানো সম্ভব হয়নি। সেই ম্যাচের ভেন্যু ছিল ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়াম।
ঐ একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলার কথা রয়েছে লঙ্কানদের। ৭ জুন সেই ম্যাচের আগে অবশ্য নতুন দুঃসংবাদ স্টেডিয়ামটিকে ঘিরে। ঝড়ে বিধ্বস্ত হয়েছে হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ ভেন্যু। স্টেডিয়ামের বড় স্ক্রিন ভেঙে পড়েছে। একইসাথে ভেঙে পড়েছে আরও কিছু স্থাপনা।
বর্তমানে স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান রয়েছে। বিশ্বকাপে পূর্ণ প্রস্তুত অবস্থাতেই স্টেডিয়াম পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই মাঠে শুধু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নয়, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচও হওয়ার কথা রয়েছে। ২ জুন এখানে কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post