ঝড়ো ব্যাটিংয়ে খুশদিলের দ্রুততম ফিফটি, বড় সংগ্রহ কুমিল্লার

0
225

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃহস্পতিবার আগে ব্যাট করে ১৮৪ রান করে কুমিল্লা। ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন দলটি বাঁহাতি ক্রিকেটার খুশদিল শাহ। ফিফটি করেছেন মোহাম্মদ রিজওয়ানও। দুই পাকিস্তানি ক্রিকেটারের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মাত্র ১৮ বলে ফিফটির দেখা পান খুশদিল। চলতি আসরে এখন পর্যন্ত এটিই দ্রুততম ফিফটি। এর আগে রনি তালুকদার ১৯ বলে ফিফটি করেছিলেন। মাত্র ২৪ বলে ৬৪ রান করে ফিরে যান খুশদিল। ম্যাচে তাকে দারুণভাবে সঙ্গ দেন তারই স্বদেশি ক্রিকেটার রিজওয়ান। ৪৭ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ওপেনার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে গত দুই ম্যাচে কুমিল্লার জয়ের নায়ক লিটন ঢাকার পেসার তাসকিন আহমেদের বলে শুরুতেই বিদায় নেন। ডানহাতি এই ব্যাটার আউট হন শূন্য রানেই। চাপ সামলে দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ানকে নিয়ে ঢাকার ব্যাটারদের ওপর চড়াও হন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

তবে ইমরুল এদিন ইনিংস বড় করতে পারেননি। ইনিংসের অষ্টম ওভারে নাসির হোসেনকে উইকেট বিলিয়ে দিয়ে দলীয় ৪৭ রানে সাজঘরে ফেরেন তিনি। ২৬ বল মোকাবিলায় ৩ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৩ রান। এক প্রান্তে আগলে রাখলেও ব্যাট হাতে বেশ মন্থরই ছিলেন রিজওয়ান। তৃতীয় উইকেটে তাকে সঙ্গে দিতে নামা জনসন চার্লস দলীয় ৮৭ রানে ১৯ বলে ব্যক্তিগত ২০ রানের ইনিংস খেলে আউট হন। এরপর ক্রিজে নেমে রীতিমতো তাণ্ডব চালান খুশদিল শাহ। ঢাকার হয়ে তাসকিন আহমেদ এবং নাসির হোসের ১টি করে উইকেট সংগ্রহ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here