স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে এখন পর্যন্ত কোনো আদিবাসী ক্রিকেটারের খেলার সুযোগ হয়নি। গত বছরই অবশ্য এই সুযোগ হয়ে যেতো। তবে ঝাড়খন্ডের ক্রিস গেইল খ্যাত আদিবাসী ক্রিকেটার রবিন আইপিএল শুরুর আগ মূহুর্তে বাইক দূর্ঘটনায় পড়লে সেটি আর হয়নি। আইপিএলের গত আসরে রবিনকে দলে নিয়েছিলো গুজরাট লায়ন্স। তবে চোটে থাকায় খেলা হয়নি তার।
এবারের আইপিএলে ঝাড়খন্ডের রবিন মিঞ্জকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে ২২ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান মাঠে নামবেন প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে। ঝাড়খন্ডের রাঁচিতে জন্ম রবিনের। ধুম-ধারাক্কা ব্যাটিংয়ের জন্য স্থানীয়রা তাকে চেনেন ক্রিস গেইল নামেই। মারকাটারি ব্যাটিংয়ের জন্য ঝাড়খন্ডের ক্রিস গেইলের তকমা পেয়েছেন এই তরুণ। এ পর্যন্ত ৭টি স্বীকৃত টি-২০ খেলেছেন রবিন। তাতে তার স্ট্রাইক রেট ১৮১.০৮।
মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের গত আসরেও রবিনকে দলে নিতে চেয়েছিলো। তবে নিলামে পেরে উঠেনি গুজরাটের সঙ্গে। সেবার ইনজুরিতে না খেলেই আইপিএল শেষ হয় তার। এবারের আইপিএলে মুম্বাই আগে ভাগেই দলে নিয়েছে রবিনকে।
বরিনের বাবা স্থানীয় বিমানবন্দরের নিরাপত্তকর্মী। ছেলে মুম্বাই ইন্ডিয়ান্সে সুযোগ পাওয়র পর ফ্রান্সিস টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলে ছিলেন,, ‘সর্বোচ্চ (আইপিএল) পর্যায়ে রবিন আবারও সুযোগ পাওয়ায় আমরা অবিশ্বাস্যরকম খুশি…সে ২০ কিংবা ৩০ লাখ রুপিতে বিক্রি হলেও আমরা খুশি হতাম। পতনের পর আবারও ওঠাটা সব সময়ই ভালো। এতে সন্তুষ্টি বাড়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০