স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের করা ২৫৬ রান তাড়ায় উড়ন্ত শুরু পায় ভারত। প্রথম পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে স্বাগতিকরা। অবশেষে তাদের জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশের বোলাররা। দলীয় ৮৮ রানে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেছেন পেসার হাসান মাহমুদ।
আগের বলে অফ স্টাম্পের বাইরের বল টেনে ছক্কা মেরেছিলেন রোহিত। পরের বলও শর্টই করেন হাসান। এবার ঠিক মতো টাইমিং করতে পারেননি ভারত অধিনায়ক। সীমানায় ক্যাচ নেন তাওহিদ হৃদয়। ভাঙে ৭৬ বল স্থায়ী ৮৮ রানের জুটি। ৪০ বলে দুই ছক্কা ও সাত চারে ৪৮ রান করেন রোহিত।
উইকেটে এখন শুভমান গিলের সঙ্গে বিরাট কোহলি। ১৩ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০৩। ৩৬ বলে ৪০ রানে ব্যাট করছেন শুবমান গিল। ৪ বলে কোহলির রান ১৩। এর আগে দুই ওপেনারের জোড়া ফিফটির সুবাদে ২৫৬ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। মিডল অর্ডারে মুশফিকুর রহিম করেন ৩৮ রান। শেষ দিকে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৪৬ রান।
রান তাড়ায় বাংলাদেশের বোলারদের নখদন্তহীন বোলিংয়ের ফায়দা নিতে ভুল করেন নি রোহিত ও গিল। তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৩ রান তোলে ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আক্রমণাত্বক হয়ে উঠেন গিল। পরে খানিকটা পরিকল্পনা করেই রোহিতকে আউট করেছেন হাসান। স্কয়ার লেগে তাওহীদ হৃদয়কে রেখে শর্ট লেংথ ডেলিভারি করছিলেন ডানহাতি এই পেসার। প্রথমে ছক্কা হজম করলেও পরে উইকেট পান হাসান।
Discussion about this post