স্পোর্টস ডেস্কঃ হুয়ান গাম্পার ট্রফি জিতল বার্সেলোনা। টটেনহামকে ফাইনালে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। নতুন মৌসুম শুরুর আগে এই ট্রফির ফাইনাল আয়োজন করে কাতালান ক্লাবটি। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম।
ট্রফি জয়ের মঞ্চে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের জয় ৪-২ গোলের। বার্সার হয়ে গোল পেয়েছেন রবার্ত লেভানডফস্কি, ফেরান তোরেস, আনসু ফাতি ও আব্দে ইজালজুইলি। স্পার্সের হয়ে জোড়া গোল করেন অলিভার স্কিপ। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি।
তবে ডিফেন্সিভ মিডফিল্ডার স্কিপের ২৪ ও ৩৬ মিনিটে ২ গোলে এগিয়ে যায় টটেনহাম। যদিও শেষের রোমাঞ্চে জয় পেয়েছে জাভির দল। তরুণ লামিনে ইয়ামাল বার্সার শেষ দুটি গোলের উৎস! বদলি নামা এই ফুটবলারের নৈপুণ্যে শেষ পর্যন্ত এ ট্রফি ধরে রাখতে পারে কাতালান ক্লাবটি।
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে জায়গা করে নিয়ে গত মৌসুমে হৈচৈ ফেলে দিয়েছেন ইয়ামাল। নিজেদের ইতিহাসের সর্ব কনিষ্ঠ খেলোয়াড় কে আগের দিন ৮০তম মিনিটেই মাঠে নামায় তারা। এরপরই ম্যাচের গতি যায় পুরো পাল্টে। তিনি মাঠে নামার পরপরই সমতায় ফেরে বার্সা।
ডান প্রান্তে অফসাইডের ফাঁদ ভেঙে দুই খেলোয়াড়কে এড়িয়ে ফাঁকায় থাকা ফেরান তোরেসের পায়ে বল ঠেলে দেন ইয়ামাল। ফাঁকায় বল পেয়ে বাকি কাজ সহজেই সারেন ফেরান। তাতেই উজ্জীবিত হয়ে ওঠে দল। এরপর ৯০তম মিনিটে ফাতির গোলেও অবদান ছিল ইয়ামালের। দুই মিনিট পর যোগ করা সময়ে আব্দের গোলেও অ্যাসিস্ট করা ফেরমিন লোপেজকে বলের জোগান দেন সেই ইয়ামাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post