টটেনহামের নতুন অন্তর্বর্তীকালীন কোচ রায়ান

0
73

স্পোর্টস ডেস্কঃ বরখাস্ত হয়েছেন টটেনহামের অন্তর্বর্তীকালীন কোচ ক্রিশ্চিয়ান স্টেল্লেনি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তাকে সরিয়ে দিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। তাঁকে সরিয়ে নতুন করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রায়ান ম্যাসনকে নিয়োগ দিয়েছে স্পার্সরা।

এক বিবৃতিতে টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি বলেছেন, ‘নিউক্যাসলের বিপক্ষে এমন খেলার পর কোচিং স্টাফকে সরে দাঁড়াতে হবে। মৌসুমে আমাদের খুব কঠিন সময়ে ক্রিশ্চিয়ান এগিয়ে এসেছিল। আমি তাঁকে তাঁর পেশাদারি আচরণের জন্য ধন্যবাদ জানাই। চ্যালেঞ্জিং সময়ে তিনি এবং তাঁর স্টাফরা দায়িত্ব পালন করেছেন। আমি তাঁদের শুভকামনা জানাচ্ছি।’

নিউক্যাসলের বিপক্ষে লজ্জার হার নিয়ে লেভি বলেছেন, ‘এটা (হার) অগ্রহণযোগ্য। এটা দেখাটা ছিল বিপর্যয়কর। কেন এটা ঘটেছে, তার কারণ হিসেবে আমরা অনেক কিছু বলতে পারি। আমাকে, বোর্ড, কোচ এবং খেলোয়াড়দের একসঙ্গে এর দায়িত্ব নিতে হবে। চূড়ান্তভাবে এর দায়ভার আমার।’

৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে টটেনহাম। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে, একটি ম্যাচ কম খেলেছে এরিক টেন হাগের দল। শীর্ষে আছে আর্সেনাল। আর তাদের পিছু পিছু ছুটছে ম্যানচেস্টার সিটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here