স্পোর্টস ডেস্কঃ ডোমিনিকায় বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টায় সময় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে গেলেও সুখবর মেলেনি। উইন্ডসর পার্কের মাঠ নিয়ে সন্তুষ্ট হতে না পারায় সাড়ে ১২টা সময় আবারও মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। এরপর জানা যাবে উইন্ডিজ-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ব্যাপ্তি সম্পর্কে।
এক ঘণ্টা অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। সাড়ে ১২টার মধ্যে খেলা শুরু হলেও কোনো ওভার কাটা হবে না। এই মুহূর্তে আউটফিল্ড ঠিক করার কাজ করছেন উইন্ডসর পার্কের মাঠ কর্মীরা। তবে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরা ডোমিনিকার আউটফিল্ড নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। উইন্ডসর পার্কের উইকেটের পেছনের জায়গায়ও কাজ করতে দেখা গেছে মাঠ কর্মীদের।
পাঁচ বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে কিছুটা রোমাঞ্চ ছড়িয়েছে ডোমিনিকায়। কিন্তু সেই রোমাঞ্চে পানি ঢেলে দিচ্ছে বেরসিক বৃষ্টি। যদিও মাঠের লড়াইয়ের আগে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর বৃষ্টি বাগড়ায় কোনো অনুশীলন পর্ব ছাড়াই খেলতে নামতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০