স্পোর্টস ডেস্কঃ ভারত-পাকিস্তান ম্যাচের টস নির্ধারিত সময়ে হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের টস হওয়ার কথা বিকেল ৩টায়। কিন্তু টসের ৩০ মিনিট আগে কাভারে ঢাকা মাঠ। সকাল থেকে ক্যান্ডির আকাশ পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
শ্রীলঙ্কার আবহাওয়া বার্তায় জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর সময়ে ৭০ শতাংশ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে নিশ্চিতভাবে পিছিয়ে যাবে ম্যাচ শুরুর সময়। এদিকে ম্যাচের শুরুতে নয়, পাল্লেকেলের আকাশ থেকে সন্ধ্যা ৬টার দিকেও ৬০ শতাংশ বৃষ্টি ঝরতে পারে। এছাড়া এই মাঠের ড্রেনেজ ব্যবস্থা খুব একটা উন্নত নয়!
ভারতের বিপক্ষে নেপাল ম্যাচে খেলা একাদশ নিয়ে নামবে পাকিস্তান। আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৪২ রানের বড় সংগ্রহ পায় বাবর আজমের দল। রান তাড়ায় প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বারের মতো খেলতে নামা নেপাল মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায়। ফলে ২৩৮ রানের বড় জয় নিয়ে আসর শুরু করে পাকিস্তান।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। ওয়ানডে সংস্করণে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭টি ম্যাচে জিতেছে ভারত। অন্যদিকে ৫টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচে কোনো ফল হয়নি। এবার ব্যবধান কমানো কিংবা বাড়ানোর সুযোগ উভয় দলের সামনে।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।
Discussion about this post