টসের সময় ভুল সিদ্ধান্তের ম্যাচ বৃষ্টি আইনে জিতলো শ্রীলঙ্কা

0
68

স্পোর্টস ডেস্ক:: ম্যাচের শুরুটা করলেন ভুল দিয়ে। তবে দিন শেষে জয় নিয়েই মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা দল। মেয়েদের এশিয়া কাপে আরব-আমিরাতকে হারিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে ম্যাচটি ১১ রানে জিতেছে লঙ্কান মেয়েরা।

সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে আরব আমিরাতের বিপক্ষে টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বোলিং করার সিদ্ধান্ত জানান। এসময় টিভি ধারাভাষ্যকার জানতে চান, গতকালও বোলিং নিয়েছেন, কেন? তখন যেন হুঁশ ফিরে লঙ্কান অধিনায়কের। নিজের ভুল সিদ্ধান্ত পাল্টান তিনি। জবাবে বলেন, ‘দুঃখিত, ব্যাটিং।

ব্যাট করতে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৯ রান তুলে। জবাবে খেলতে নামা আরব-আমিরাতের ইনিংসে বৃষ্টি আঘাত হানেন। ম্যাচ অফিসিয়ালরা ১১ ওভারে আমিরাতের মেয়েদের লক্ষ্য নির্ধারণ করেন ৬৬ রান।

বৃষ্টিতে মাত্র ৬৬ রানের লক্ষ্য পেয়েও তা ছুঁতে পারেনি মরুর দেশের মেয়েরা। ৭ উইকেটে ৫৪ রানে থামে তারা। ১১ রানে ম্যাচটি জিতে যায় শ্রীলঙ্কার মেয়েরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here