স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালস। চলতি আসরে চার ম্যাচ খেলে, একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। এখন পর্যন্ত জয়ের দেখা না পাওয়া সেই দিল্লি এবার মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে।
দুই দলের লড়াই শুরু হবে বিকাল ৪টায়। ব্যাঙ্গালোরের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আসরে দিল্লি টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে। টানা চার ম্যাচ হেরে দশ দলের মধ্যে একেবারে সবার নিচে অবস্থান দলটির। অপরদিকে ব্যাঙ্গালোরের অবস্থান টেবিলের ৮ নম্বরে। কোহলিরা ৩ ম্যাচ খেলে দুই জয় ও এক হার দেখে ২ পয়েন্ট পেয়েছে এখন পর্যন্ত।
এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টাইগারদের এই পেসার টানা দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। তবে দলটির একাদশে একটি পরিবর্তন এসেছেন বাদ পড়েছেন রোভম্যান পাওয়েল। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ। বিয়ের জন্য নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন এক সপ্তাহের ছুটি নিয়ে। এবার ফিরেছেন তিনি।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, যশ ধুল, মনিষ পাণ্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমান খান, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া ও মুস্তাফিজুর রহমান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপাল লরমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ নাদিম, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্ষাল প্যাটেল, ওয়েন পারনেল, মোহাম্মদ সিরাজ ও বিজয়কুমার বিশক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post