নিজস্ব প্রতিবেদকঃ মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট। সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টুর্নামেন্টের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে এবার মুখোমুখি হওয়ার অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
মিরপুরের শের-ই বাংলায় ‘হোম অব ক্রিকেটে’ ম্যাচটি শুরু হবে ৭টায়। তবে এর আগে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
বরাবরের মতো এবারের বিপিএলেও ফেবারিটের তকমা লাগিয়ে মাঠে নেমেছে কুমিল্লা। তারকায় ঠাসা দলটি চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায়। সেই লক্ষ্যে জয় দিয়ে শুরু করাটাই তাদের প্রধান লক্ষ্য।
অপরদিকে বিরতি দিয়ে আবারও বিপিএলে ফিরেছে রংপুর রাইডার্স। নতুন দল আর নতুন নেতৃত্বে শিরোপা পুনরুদ্ধার করতে চায় দলটি। এবারের আসরে দেশীয়দের মধ্য থেকে বেশ কিছু তরুণদের দলে ভিড়িয়েছে রাইডার্স শিবির। আর বিদেশি ক্যাটাগরিতে দলে নিয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের। তাই জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post