স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলের লড়াই শুরু হবে রাত ৮টায়। হায়দ্রাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সেই ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই হয়েছে টস। সেই টস জিতেছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ।
দুই দলই টেবিলের তলানিতে অবস্থান করছে। আসরে প্রথম পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হারে দিল্লি। তবে সবশেষ বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচ হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে লিটন দাস, আন্দ্রে রাসেলদের কেকেআরকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি।
৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে একেবারে সবার নিচে অবস্থান দিল্লির। অপরদিকে হায়দ্রাবাদ ঠিক তার ওপরে নয় নম্বরে। দলটি এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিতে পেরেছে কেবল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা