টস জিতলেন বেন স্টোকস

0
73

স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ডে দুই দল খেলতে নেমেছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এর আগে ম্যাচের টস হয়েছিল।

সেই টসে জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। স্বাগতিক অধিনায়ক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেঁছে নেন। যার ফলে আগে ব্যাট করতে নেমেছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড অজিদের। তবে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের লক্ষ্য এখন এই ম্যাচ জিতে সিরিজে আগে সমতায় ফেরা।

ইংল্যান্ড একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, মঈন আলি, জো রুট, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here