নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাগরিকায় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে ইতিমধ্যেই হয়েছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন খুলনা টাইগার্স অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে শুভাগত হোমের নেতৃত্বাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৩ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে খুলনা। নিজেদের প্রথম তিন ম্যাচে টানা হারের পর রংপুরের বিপক্ষে চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায় তামিমরা। এবার সেই ধারা ধরে রাখতেই মাঠে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে খুলনা। এর মধ্যে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম। স্বাগতিকরা নিজেদের সবশেষ ম্যাচে কুমিল্লার কাছে হেরেছে। সেই হারের বৃত্ত থেকে এবার বের হতে চায় চট্টলার দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post