স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে টস হয়ে গেছে ইতিমধ্যেই। আর সেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াদ। পঞ্চম ম্যাচে এসে টস জিতলেন তিনি। যার ফলে আগে ব্যাট করবে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন কলকাতা।
এই ম্যাচে চেন্নাইয়ের একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংশ্লিষ্ট কাজে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যার জন্য গেল শুক্রবারের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার।
ফিজের সাথে একাদশে ফিরেছেন সামির রিজভিও। এছাড়া দীপক চাহারের ইনজুরিতে একাদশে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। এদিকে এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। চেন্নাইয়ের ইমপ্যাক্ট সাব হিসেবে বরাবরের মতো দেখা যাবে শিভম দুবেকে।
চেন্নাই সুপার কিংস একাদশ
রুতুরাজ গায়কোয়াদ (অধিনায়ক), রাচীন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা ও মুস্তাফিজুর রহমান।
ইমপ্যাক্ট সাবঃ শিভম দুবে।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), সুনীল নারাইন, ফিল সল্ট, ভেঙ্কেটেশ আইয়ার, অঙ্গকৃষ রগুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কূ সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, ভৈভব আরোহা ও বরুণ চক্রবর্তী।
Discussion about this post