নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একই বিভাগের দুই ফ্র্যাঞ্চাইজির লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে এর আগে ইতিমধ্যেই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চার ম্যাচ খেলে দুটি করে জয় ও পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম। স্বাগতিকরা এবার জয় দিয়ে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার মিশনে নেমেছে।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনও জয়ের দেখা পায়নি। তারকাবহুল দল নিয়েও বর্তমান চ্যাম্পিয়নরা ডুবছে হতাশায়। টানা তিন হারে বিধ্বস্ত দলটি, প্রথম জয়ের খুঁজে আছে। নামের পাশে পয়েন্ট যোগ করে টেবিলে উন্নতি করতে চায় তারা। বর্তমানে একেবারে তলানিতে অবস্থান করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post