টস জিতে ব্যাটিংয়ে তামিমের হাফ সেঞ্চুরিতে দলীয় শতকে বাংলাদেশ

0
20

স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় শতক পার করেছে বাংলাদেশ দল। টাইগারদের সংগ্রহ ২১.১ ওভারে ১ উইকেটে ১শ৫ রান। ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়ে উইকেটে আছেন তামিম।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় সৌম্য সরকার সাজঘরে ফিরে যান। সৌম্য সরকার আউটের পর উইকেটে আসেন সাব্বির রহমান। তামিম ব্যক্তিগত ৫৩ রানে সাব্বিরকে নিয়ে ব্যাট করছেন। সাব্বির সংগ্রহ করেছেন ৩৩ রান।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ১ রানে জীবন পান তামিম। মোহাম্মদ নবীর বলে মিডঅনে সহজ ক্যাচ হাতছাড়া করেন অাফগান অধিনায়ক আসগর স্তানিকজাই।

ষষ্ঠ ওভারে মিরওয়েস আশরাফের বলে মোহাম্মদ শাহজাদের গ্লাভসবন্দি হয়ে পুরো ওয়ানডে সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হলেন সৌম্য সরকার (১১)।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। খেলা শুরু হয় দুপুর আড়াইটায়।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

আফগানিস্তানের একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, আজগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মিরওয়াইজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here