স্পোর্টস ডেস্কঃ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দিল্লি ক্যাপিটালসের আইপিএল যাত্রা। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে লখনৌর মাঠে খেলবে ডেভিড ওয়ার্নারের দল। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।
এই ম্যাচে দিল্লির একাদশে জায়গা হয়নি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন বাঁহাতি এই পেসার। যদিও তিনি সেই ম্যাচের একাদশে ছিলেন না। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন।
আজ দুপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। তবে অনুশীলনের তেমন একটা সুযোগ পাননি। তার ভ্রমণ ক্লান্তির পাশাপাশি দলের সঙ্গে মানিয়ে নেয়া সবমিলিয়ে হয়তোবা এই ম্যাচে তার খেলার খুব বেশি সম্ভাবনাও ছিল না।
জাতীয় দলের সঙ্গে রয়েছেন তাই এখনো ভারতে আসেন নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে দিল্লি দলে পাচ্ছে না এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদিকে। এছাড়া লখনৌ পাচ্ছে না ওপেনার কুইন্টন ডি কককে।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ: কেএল রাহুল, কাইল মায়ার্স, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, মার্ক উড, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই ও আভেশ খান।
দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার), পৃথ্বী শ, মিচেল মার্শ, রিলি রুশো, সরফরাজ খান, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, খলিল আহমেদ ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post