স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে পাকিস্তান ও ইংল্যান্ড। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে দুই দলের লড়াই শুরু হয়েছে দুপুর আড়াইটায়। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। যার ফলে পাকিস্তানের সামনে সেমির স্বপ্ন আরও অসম্ভব হয়ে পড়েছে। বলা যায় প্রায় শেষ।
এখন নিউজিল্যান্ডকে টপকে সেমির টিকিট কাটতে হলে সমীকরণ মাথায় রাখতে হবে। পরে ব্যাট করে যদি ২০ রান টপকাতে হয়ে সেটি করতে হবে ১.৩ ওভারের মধ্যে। ৫০ রান হলে ২ ওভারের মধ্যে করতে হবে। ১০০ রান হলে ২.৫ ওভারের মধ্যে করতে হবে। ১৫০ রান লক্ষ্য থাকলে ৩.৪ ওভারের মধ্যে, ২০০ রান হলে ৪.৩ ওভারের মধ্যে আর ৩০০ রান হলে ৬.১ ওভারের মধ্যে।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলি, ক্রিস ওকস, অ্যাটকিনসন ও আদিল রশিদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, আঘা সালমান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা