টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ

0
9

স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতেছে ক্যারিবিয়ানরা। দলটির অধিনায়ক নিকোলাস পুরান টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডোমিনিকায় বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১১টায় খেলাটি শুরু হবে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। আগে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছিল ১১৩ রানে। এরপর আর বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি একটি বলও।

একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার ও নাসুম আহমেদ। জানা গেছে পিঠের চোটের জন‍্য দলে নেই ওপেনার মুনিম। আর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় দলে এসেছেন গতিময় পেসার তাসকিন আহমেদ। আগের ম‍্যাচে তিন স্পিনার নিয়ে খেলা বাংলাদেশ এই ম‍্যাচে খেলছে তিন পেসার নিয়ে। অন্যদিকে ক্যারিবিয়ানদের একাদশে ডেভন টমাসের চোটে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

উইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, কিমো পল ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here