টস জিতে ব্যাটিং না নেওয়ার আক্ষেপ করছেন বাটলার

0
26

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৪০০ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর গত আসরের চ্যাম্পিয়নদের ২২ ওভারে স্রেফ ১৭০ রানেই থামিয়ে দিয়েছে তারা। রান তাড়ায় ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ৩৮ রানে ৪টি আর ৮৪ রানে ৭ উইকেট হারানোর পর তাদের পরাজয় নিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত ২২ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ড। এদিন ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকসরা। শেষদিকে দুই পেসার অ্যাটকিনসনের ৩৫ ও মার্ক উডের ৪৩ রান কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে। দক্ষিণ আফ্রিকার গেরাল্ট কোয়েতজি ৩টি, লুঙ্গি এনগিদি আর মার্কো জানসেন নেন দুটি করে উইকেট।

শনিবার মুম্বাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক শুরুতেই ফিরেন। আরেক ওপেনার রেজা তিনে নামা র‍্যাসি ভ্যান ডার ডুসেনকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন। ফিফটি তুলে নেন দুজনই। ডুসেন অবশ্য ফিফটি ছুঁয়ে আর খুব বেশি দূর আগাতে পারেননি। ৬১ বলে ৬০ রান করে দলের ১২৫ রানের মাথায় থামেন তিনি।

রেজা অবশ্য সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা শেষমেশ ছুঁতে পারেননি তিনি। ৭৫ বলে ৮৫ রানের ইনিংস খেলে দলের ১৬৪ রানের মাথায় আউট হন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতায় একাদশে সুযোগ পাওয়া রেজা। ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রাম ৪৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ঝড় তোলেন ক্লাসেন। আরেক প্রান্ত থেকে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন জানসেন।

মাত্র ৬২ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ক্লাসেন। কম যাননি জানসেনও। ইংলিশ বোলারদের ওপর চড়াও হয়েছেন তিনিও। শেষদিকে আউট হওয়া ক্লাসেন সাজঘরে ফেরার আগে খেলেছেন ৬৭ বলে ১০৯ রানের অনবদ্য এক ইনিংস। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ৪২ বলে ৭৫ রান করেন জানসেন। প্রোটিয়াদের গড়া রান পাহাড় টপকাতে বার বার ছিটকে পড়ে জস বাটলারের দল। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক বলছেন, ব্যাটিং সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং নিয়ে খেসারত দিতে হয়েছে।

বাটলার বলেন, ‘আপনাকে ম্যাচের পর এসব নিয়ে ভাবতে হবে এবং সিদ্ধান্তগুলোকে কাটাছেড়া করতে হবে। আপাতদৃষ্টিতে প্রচণ্ড গরম ও মানসিকভাবে এগিয়ে থাকার জন্যে হলেও আগে ব্যাটিং নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হতো। কিন্তু এটি আমারই সিদ্ধান্ত যা তখন নিয়েছিলাম এবং আমি এখনো বিশ্বাস করি যদি আমরা ৩৪০-৩৫০ লক্ষ্য তাড়া করতাম হয়তো এই কন্ডিশনে সেটি টপকেও যেতাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here