স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ার পর বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানে জিতেছে প্রোটিয়ারা। দিল্লিতে শনিবার টস হেরে আগে ব্যাট করে বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পুঁজি গড়ে লঙ্কানদের আটকে দেয় ৩২৬ রানে তারা।
এই ম্যাচে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিয়েছেন প্রোটিয়া ব্যাটার মার্করাম। মাত্র ৪৯ বলে পৌঁছে গিয়েছেন সেঞ্চুরির মাইলফলকে। মার্করাম ছাড়াও দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি এসেছে আরও দুটি। কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডোসেনও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। তবে সেরার পুরষ্কার জিতেছেন মার্করাম।
ম্যাচ জয়ের পর টসকেই আশীর্বাদ মানছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এই ম্যাচে টস না জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পান তিনি। এই উইকেটে আগে বোলিং নিতে চেয়েছিলেন তিনিও। আর তাই টস হারকে আশীর্বাদ বলছেন ডানহাতি ব্যাটার। সতীর্থরা ব্যাটে রানের বন্যা বইয়ে দিলেও ইনিংস বড় করতে পারেন নি বাভুমা। তবে দলের জয়ে দারুণ খুশি তিনি।
ম্যাচ শেষে বাভুমা বলেন, ‘আমি খুশি। আমরা জিততে চেয়েছিলাম এবং আমরা জিতেছি। ব্যাটার হিসেবে বলব, আমাদের কোনও ভুল ছিল না। বল হাতে আমরা পরিষ্কার একটি পারফরম্যান্স চেয়েছিলাম, সেটা পাইনি। তবে সবাই যার যার মতো করে ভালো বোলিং করেছে। টস হেরে গেছি, এটায় সম্ভবত আশীর্বাদ হয়ে এসেছে। বল সহজেই ব্যাটে এসেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই আজকে উদ্দেশ্য ছিল। আমাদের মনে হয়েছে উইকেটে পরিবর্তন আসবে। তবে আসেনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post