স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় বারের মতো মুখোমুখি লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে টস হয়ে গেছে ইতিমধ্যেই। আর সেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্ণৌর অধিনায়ক লুকেশ রাহুল। যার ফলে আগে ব্যাট করবে রুতুরাজ গায়কোয়াদের নেতৃত্বাধীন চেন্নাই।
এই ম্যাচেও চেন্নাইয়ের একাদশে রয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার মাস্টারের উপর ভরসা রেখে চলেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। তবে দলটির একাদশে একটি পরিবর্তন এসেছে। অফ ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন রাচীন রবীন্দ্র। আর তার পরিবর্তে এক ম্যাচ পরই ড্যারিল মিচেল একাদশে ফিরেছেন।
এদিকে লক্ষ্ণৌর একাদশে কোনো পরিবর্তন আসেনি। সবশেষ চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের জয়ের একাদশই ধরে রেখেছে দলটি।
চেন্নাই সুপার কিংস একাদশ
রুতুরাজ গায়কোয়াদ (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস একাদশ
লুকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, মার্কাস স্টোয়নিস, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ূশ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণুই, মহসিন খান ও যশ ঠাকুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post