নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে সেই ম্যাচ। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচের বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন সুলতানা খাতুন। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন শরীফা খাতুন। তবে ভারত নিজেদের সবশেষ ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরীফা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
ভারত একাদশ
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দালায়ান হেমলতা, দিপ্তী শর্মা, শেফালি ভর্মা, সাজানা সজীভান, রিচা ঘোষ, পূজা ভাষ্কর, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post