স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। দুই দলের ম্যাচটি বিকাল সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে। এর আগে ইতিমধ্যেই টস হয়েছে।
সেই টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচ বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার। কারণ সুপার ফোরে প্রথম দুই ম্যাচে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। এবার ভারতের বিপক্ষে ম্যাচ বাকি, সেখানে জয় দিয়ে স্বান্তনাসূচকভাবে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ।
অপরদিকে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে রোহিত শর্মার দলের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। কেবল নিয়ম রক্ষার ম্যাচ জিতে, শতভাগ জয় নিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্য দলটির। ফাইনালে যাওয়ার আগে সাইড বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজিয়ে দেখার সুযোগও পাচ্ছে মেন ইন ব্লু’রা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post