স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে উইন্ডিজ ও বাংলাদেশ। সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। তবে এর আগে অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আগে ব্যাট করতে নামতে হচ্ছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ। এই ম্যাচ না হেরে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে ক্যারিবিয়ানরা। অপরদিকে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লক্ষ্য এই ম্যাচ। সেক্ষেত্রে জয়ের বিকল্প নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা