টস হেরেছে জাফনা কিংস, একাদশে আছেন হৃদয়

0
80

স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। এবার দ্বিতীয়বারের মতো দল দুটি আবারও মুখোমুখি হচ্ছে। কলম্বোর ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হয়েছে রাত ৮টায়।

এর আগে হওয়া টস জিতেছেন কলম্বো স্ট্রাইকার্স অধিনায়ক বাবর আজম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নেমেছে থিসারা পেরেরার নেতৃত্বাধীন জাফনা কিংস।

ম্যাচে দুই দলেই আছেন দুই বাংলাদেশি। এর মধ্যে কলম্বোতে আছেন শরিফুল ইসলাম। আর জাফনাতে আছেন তাওহীদ হৃদয়। তবে শরিফুলের এই ম্যাচে খেলা হচ্ছে না। এখন পর্যন্ত টুর্নামেন্টের একটি ম্যাচেও কলম্বোর একাদশে জায়গা হয়নি টাইগারদের এই বাঁহাতি পেসারের।

তবে জাফনার একাদশে ঠিকই জায়গা হয়েছে আরেক বাংলাদেশি হৃদয়ের। আসরের শুরু থেকেই টানা জাফনার হয়ে খেলে আসছেন এই ব্যাটার। হৃদয় সবশেষ দুই ম্যাচে ভালো করতে না পারলেও, আস্থা হারায়নি জাফনার টিম ম্যানেজম্যান্ট। এই ম্যাচেও টাইগারদের একাদশে রেখেছে তরুণ তুর্কিকে।

কলম্বো স্ট্রাইকার্স একাদশ
বাবর আজম (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নুয়ান্দু ফার্নান্দো, লাহিরু উদারা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, চামিকা করুণারত্নে, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, নাসিম শাহ ও মাথিশা পাথিরানা।

জাফনা কিংস একাদশ
থিসারা পেরেরা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নিশান মধুশঙ্কা, চারিথ আসালঙ্কা, তাওহীদ হৃদয়, ডেভিড মিলার, শোয়েব মালিক, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, দিলশান মধুশঙ্কা ও নুয়ান থুসারা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here