নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টি বাঁধায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর হয়েছে বাংলাদেশ ‘এ’ ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচের টস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে মঙ্গলবার সকাল থেকে হানা দেয় বৃষ্টি। সকাল ১০টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটি মাঠে গড়াবে দুপুর ১২ঃ৫০ মিনিটে।
দ্বিতীয় চারদিনের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ ‘এ’ দল। অধিনায়ক জশুয়া ডা সিলভা টস জিতেছেন। একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া জাকের আলি অনিক ও রেজাউর রহমান রাজার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া খালেদ আহমেদ ও ইরফান শুক্কুর সুযোগ পেয়েছেন।
আগের ম্যাচে খেলা রিপন মণ্ডল-মুশফিক হাসানের বদলে স্বাগতিকদের একাদশে জায়গা হয়েছে তানজিম হাসান সাকিবের। এছাড়া সুযোগ পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। রিশাদ হোসেনের বদলি হিসেবে খেলবেন তানভীর ইসলাম।
অন্যদিকে ক্যারিবিয়ানদের একাদশেও এসেছে পরিবর্তন। গুদাকেশ মোতি বাদ পড়েছেন। প্রথম ম্যাচে খেলেছিলেন এই স্পিনার। এছাড়া ইয়ানিক কারিয়াহও বাদ পড়েছেন আজ। এর আগে দু’দলের প্রথম চারদিনের ম্যাচটি ড্র হয়। বৃষ্টি বাঁধায় সুবিধা হয়েছিল স্বাগতিকদের। ফলো অনে পড়লেও বৃষ্টি আর জাকের আলি অনিক বীরত্বে ম্যাচ ড্র করতে পারে আফিফ হোসেনের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০