নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এর আগে ম্যাচের টস হয়েছে ইতিমধ্যেই।
আর সাগরিকায় সেই টস জিতেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
বরিশালের একাদশে সুযোগ পেয়েছেন কাইল মায়ার্স। অপরদিকে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে অভিষেক হয়েছে শফিকুল ইসলাম ও অ্যাঞ্জেলো পেরেরার।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাক’য়, কেশভ মহারাজ ও খালেদ আহমেদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, অ্যাঞ্জেলো পেরেরা, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, বেনি হাওয়েল, শফিকুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সানজামুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post