স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকু।
ইংল্যান্ড-বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আজ শুরু হলো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১০টায় মাঠে নামবে দুই দল।
চট্টগ্রাম টেস্টে টস করতে নেমেই অ্যালিস্টার কুক হয়ে গেলেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা খেলোয়াড়। ১৩৪ টেস্ট ম্যাচে নেমে অ্যালেক স্টুয়ার্টকে টপকে ইংলিশ এই অধিনায়ক এখন অসাধারণ রেকর্ডটির মালিক হয়ে গেলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০