নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সাকিব আল হাসানের দল। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে টস হেরেছেন অধিনায়ক সাকিব। টস হেরে বাংলাদেশ ব্যাট করবে। একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকরা।
এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলামের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের। নাসুম আহমেদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন তিনি। আর আফিফ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারি।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় সাকিব বাহিনী। এরপর মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো ক্রিকেটের জনক খ্যাত ইংলিশদের বিপক্ষে সিরিজ জেতার খেতাব অর্জন করে বাংলাদেশ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।
এবার জয়ের ধারাবাহিকতা ধরে টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। তাতে তৈরি হবে নতুন রেকর্ড।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০