স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ের পর সোয়া এক ঘণ্টা অপেক্ষা শেষে হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালের টস। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করবে ইংল্যান্ড।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা। ৮টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি। বিলম্বে শুরু হতে যাওয়া ম্যাচে অবশ্য রিজার্ভ ডে রাখা আছে।
এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও হারেনি ভারত। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে তারা। তাই আত্মবিশ্বাসের পারদটা অনেক উঁচুতে ভারতের। গত ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে একটিও পরিবর্তন আনেনি রোহিত শর্মার দল।
অস্ট্রেলিয়াকে যে একাদশ নিয়ে হারিয়েছে ভারত, তাদের নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে নেমেছে তারা। পেস বোলিংয়ে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহর ও আর্শদিপ সিংয়ের সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জেতা ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। জোফ্রা আর্চার, রিস টপলির সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান ও ক্রিস জর্ডানকে নিয়ে বোলিং শুরু করবে তারা। স্পিনে আছেন লেগ স্পিনার আদিল রাশিদ। তাকে সঙ্গ দেবেন আছেন মইন আলি ও লিয়াম লিভিংস্টোন।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জাসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রশিদ, রিস টপলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post