স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।
টাইগারদের ক্রিকেট ইতিহাসে ১শ তম ম্যাচ জয়ের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেছেন তামিম ইকবাল-সৌম্য সরকার। এক ওভারে তিন রান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শততম জয়ের আশায় ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত হয়ৈছেন হাজার হাজার ক্রিকেট প্রেমী। টিভি পর্দা চোখ রেখেছেন কোটি ক্রিকেট ভক্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০