নিজস্ব প্রতিবেদক: সিলেটে উদ্বোধন হলো অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা। শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিভাগীয় এই বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
উদ্বোধনী ম্যাচে টস হেরে সুনামগঞ্জের বিপক্ষে ফিল্ডিং করছে সিলেট অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুনামগঞ্জ ১১ ওভারে ২৩ রানে দু’টি উইকেট হারিয়েছে। সিলেটের হয়ে দু’টি উইকেটই পেয়েছেন অধিনায়ক অর্ক। সাজঘরে ফিরে গেছেন সুনামগঞ্জের দুই ব্যাটসম্যান পিয়াস, জয়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেল ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিসিবির বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম. মাহমুদ ইমন, সিলেট জেলা কোচ মোঃ মারুফ হাসান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বী দাস সূজক, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক, দলের ম্যানেজার উজ্জ্বল বখত, সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের কোচ মোঃ রানা মিয়া, সুনামগঞ্জের কোচ নিপু প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০