নিজস্ব প্রতিবেদকঃ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। দলটির তিন ব্যাটার কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা ও অধিনায়ক চারিথ আসালঙ্কার ব্যাটে ঝড় উঠেছিল।
জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৭ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা চার মেরে করলেও, দ্বিতীয় বলেই ওপেনার আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। শরিফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন আভিষ্কা। পাওয়ার প্লে’র মধ্যেই তাসকিন আহমেদের শিকারে প্যাভিলিয়নে ফেরেন কামিন্দু মেন্ডিস। তবে ৬ ওভারে ৪৫ রান তুলে দলটি।
তৃতীয় উইকেটে ৯৬ রানের দারুণ এক জুটি গড়ে দলকে ভালো পুঁজির ভিত গড়ে দেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। ১৫তম ওভারে ৫৯ রান করা মেন্ডিসকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ। ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এর আগের ওভারেই সৌম্য সরকারের বলে লিটন দাস ক্যাচ মিস করলে ৫৬ রানে জীবন পান ঝড়ো ব্যাট করতে থাকা কুশল। তবে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি।
এরপর আর কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কার দারুণ ৭৩ রানের জুটিতে ভর করে ২০ ওভার শেষে দুইশ পার করা বড় পুঁজি পায় সফরকারীরা। সামারাবিক্রমা ৪৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে ২১ বলে ৬ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন আসালঙ্কা।
বাংলাদেশের হয়ে সবাই খরুচে ছিলেন। এর মধ্য থেকে ১টি করে উইকেট লাভ করেন শরিফুল, তাসকিন ও রিশাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post