স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে সোমবার ইংল্যান্ড একাদশের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে চমক দেখিয়েছেন একই নবাগত টাইগার।
সকাল থেকেই সবালীল ভাবে ব্যাট করে যাচ্ছিলো ইংল্যান্ড একাদশ। লাঞ্চের পর পরই দলীয় রান ১০০ ছাড়িয়ে যায় দলটি। এরপরই লেগ স্পিন বিষে ধ্বস নামে তাদের ব্যাটিং ইনিংসে।
টানা তিনটি উইকেট পান টাইগারদের নবাগত লেগ স্পিনার তানভির হায়দার। জো রুটকে তিনি উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করেন। আর তার বলে আবু হায়দার রনির বলে ক্যাচ তুলে দেন জনি বেয়ারস্টো।
তানভির হায়দারের তৃতীয় শিকার জশ বাটলার। আব্দুল মজিদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র চার রান।
বেন ডাকেট ১০ টি চারের সৌজন্যে ৬০ রান করে পরবর্তী ব্যাটসম্যানকে সুযোগ করে দিয়েছেন। ওপেনার হাসিব হামিদ এখনও ক্রিজে আছেন। তার ব্যাট থেকে এসেছে ৪২ রান। তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছে ১৪৪ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০