স্পোর্টস ডেস্কঃ গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে জাপানের সঙ্গে ১-১ গোলের সমতায় শেষ করেছে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানেও গোলের দেখা পায় নি কোনো দল। ফলে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে।
এর আগে ৪৩ মিনিটে ডাইজেন মেয়াদার গোলে এগিয়ে যায় জাপান। বিরতির পর ৫৩ মিনিটে সমতা ফেরার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবারের বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম কোনো ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। এদিকে অতিরিক্ত সময়েও ভাঙল না ১-১ গোলের সমতা। তাতে ম্যাচ গড়াল টাইব্রেকারে। টাইব্রেকারে জাপান আগে কিক নিবে।
জাপানের একাদশ: শুইচি গোন্ডা, মায়া ইয়োশিদা, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, হিদেমাসা মরিতা, ওয়াতারু এন্ডো, ইউটো নাগাতোমো, জুনিয়া ইতো, ডাইজেন মায়েদা, দাইচি কামাদা ও রিতসু দোয়ান।
ক্রোয়েশিয়ার একাদশ: ডমিনিক লিভাকোভিচ, জোস্কো গভার্দিওল, দেজান লোভরেন, বোর্না বারিসিক, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিক, লুকা মড্রিক, ব্রুনো পেটকোভিচ, ইভান পেরিসিক ও আন্দ্রেজ ক্রামরিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০