স্পোর্টস ডেস্কঃ গতবারের মতো এবারও এফএ কাপের ফাইনালটা ম্যানচেস্টার ডার্বিই হচ্ছে। টাইব্রেকারে আজ ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৪-২ গোলে। রোববার রাতে ওয়েম্বলিতে ৭০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে পড়া কভেন্ট্রি সিটি ৩ গোল শোধ করে ম্যাচটিতে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে বাজিমাত করল এরিক টেন হাগের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষে ম্যানচেস্টার সিটি। গতকাল চেলসির বিপক্ষে ১-০ গোলে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।
ম্যাচের প্রথম ৬০ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। প্রথম হাফে স্কট ম্যাকটোমিনে ও হ্যারি ম্যাগুয়েরের গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা। এরপর ৫৮তম মিনিটে ইউনাইটেডের তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস। তবে ৬০ মিনিটের পর সবকিছু ওলটপালট হয়ে যায়। ৭১তম মিনিটে কভেন্ট্রির হয়ে গোলের খাতা খোলেন সিমস। এরপর ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে ও’হারার পা থেকে। আর নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কভেন্ট্রি সিটিকে ম্যাচে সমতায় ফেরান হাজি রাইট। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৩০ মিনিটের খেলায় কোন দল গোল করতে পারেনি।
এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও নাটক। ইউনাইটেডের হয়ে প্রথম শট নিতে আসা ক্যাসিমিরো গোল করতে পারেন নি। কভেন্ট্রির গোলরক্ষক ফিরিয়ে দেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের শট। তবে এরপর সবকটি শট থেকে গোল করে ইউনাইটেড। আর কভেন্ট্রির ও’হারার পেনাল্টি সেভ করেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা এবং বেন শেফ বাইরে দিয়ে পেনাল্টি মারেন। যার ফলে ৪-২ গোলে টাইব্রেকারে জিতে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনাল নিশ্চিত হয় টেন হাগ শিষ্যদের। ফাইনাল মাঠে গড়াবে আগামী ৫ মে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post