টাকার হিসেব চাইলেই উনার মাথা খারাপ হবে, সালাউদ্দিনের উদ্দেশে পাপন

0
76

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ নারী ফুটবল দল ২০ লাখ টাকার জন্য অংশ নিতে পারেনি আগামী প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিচালকদের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেছেন, মাত্র ২০ লাখ টাকার জন্য অলিম্পিক বাছাইপর্বে নারী ফুটবল দল পাঠানো সম্ভব হয়নি। যেটা লজ্জাজনক। শুক্রবার মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে মেয়েরা অলিম্পিক বাছাইয়ে যেতে পারল না। তাও মাত্র ২০ লাখ টাকার জন্য। আপনারা জানেন, বিশ্বাস করেন আমি কারও সাথে এটা বলিনি। বললে আমাদের ক্রিকেটাররাই তো দিত। এত গোপনে জিনিসটা করেছে, যে প্রসেসে করেছে তা খুব দুঃখজনক।’

বিসিবি প্রধান সালাউদ্দিনের করা এক বক্তব্যের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার মনে হয়, সমস্যাটা আপনাদের (সংবাদ মাধ্যমের), আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন! আপনারা (সালাউদ্দিনের কাছে) হিসাব চাচ্ছেন, টাকা কী করেছেন? এমন প্রশ্ন জিজ্ঞেস করলে তো উনার (সালাউদ্দিন) মাথা খারাপ হবে, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন?’

প্যারিস অলিম্পিক ২০২৪-এর মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে সাফ জয়ী নারী ফুটবল দলকে পাঠাতে পারেনি বাফুফে। ফলে তীব্র সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। কিছুদিন আগে এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতিকে খোঁচা মেরে বসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এবার ঢাকা টেস্ট শেষে সালাউদ্দিনকে কড়া জবাব দিলেন পাপন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here