স্পোর্টস ডেস্ক: টানা চতুর্থবার শিরোপা জয়, তার সঙ্গে টানা ৬২ ম্যাচ অপরাজিত। ক্রীড়া বিশ্বে যে রেকর্ড নেই আর কারো। ৬২ ম্যাচ পর থামলো বার্সার মেয়ের জয়রথ। তবে হারেনি দল। করেছে ড্র। ফাতি-গাভিদের দল যেখানে এখনো লিগ শিরোপা নিশ্চিত করতে পারেনি, বার্সার মেয়েরা সেখানে সর্বোচ্চ লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে। সেই সঙ্গে টানা চতুর্থবার জিতলো শিরোপা।
স্প্যানিশ মেয়েদের সর্বোচ্চ প্রতিযোগিতা লিগা এফ জিতেছে বার্সার মেয়েরা। লিগের ২৮তম ম্যাচে সেভিয়ার সঙ্গে ড্র করেছে বার্সার নারী দল। লিগসহ সবমিলিয়ে প্রতিযোগিতা ৬২ ম্যাচ ম্যাচ জয়হীন থাকলো দলটি।
সেভিয়া-বার্সার ম্যাচটির প্রথমার্ধে অবশ্য গোল পায়নি কোনো দলই। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল। তবে বিরতির পরই লিড নেয় সেভিয়া। ম্যাচের ৫৩তম মিনিটে ক্রিস্তিনা মার্তিন সেভিয়াকে এগিয়ে দেন ১-০ গোলে।
পিছিয়ে পড়া ম্যাচে বার্সেলোনাকে সমতায় ফেরান আনা মারিয়া ক্রানাসেভিচ। ম্যাচের ৮০তম মিনিটে তার গোলে হার এড়ায় বার্সার। ২০২১ সালে সবশেষ লিগে পয়েন্ট হারিয়েছিলে বার্সা। এরপর বৃহস্পতিবার হারালো পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০