স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বুধবার সকালে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথমার্ধে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের জোড়া গোলেই জয় পায় লিওনেল স্কালোনির দল।
পেরুর মাঠে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। এই গোলের মধ্য দিয়ে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজকে টপকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন মেসি (৩০)।
৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মেসি। পেরুর এক ভুল পাস থেকে বল পেয়ে যায় আর্জেন্টিনা। কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক। তাতে নিজের এই গোলসংখ্যাকে ৩১ এ উন্নীত করেন ইন্টার মায়ামি তারকা।
টানা চার জয়ে আর্জেন্টিনার এখন পূর্ণ ১২ পয়েন্ট নামের পাশে। দিনের আগের ম্যাচে ব্রাজিলকে ২-০ ব্যবধানে হারিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে। তিনে নেমে গেছে নেইমাররা। ২২ বছর পর ব্রাজিলকে হারানো উরুগুয়ের ৭ পয়েন্ট। চার ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু।
টানা চার জয়ে এখন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির আত্মবিশ্বাস তুঙ্গে। বিশ্বকাপজয়ী এই কোচের চাওয়া বাছাইয়ের সামনের পথচলায় দুর্বার গতিতে ছুটে চলা। ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল চালিয়ে যাওয়া, ঝিমিয়ে পড়া নয়, আমরা এই জয়ের ধারাবাহিকতা টেনে নিতে চাই।এটাই সর্বোত্তম। এটাই সব দলের জন্য, এমনকি জাতীয় দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০