স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে এসি মিলানকে কোনো পাত্তাই দেয়নি পিএসজি। জয়ের ধারায় ফেরার পাশাপাশি গ্রুপের শীর্ষেও উঠেছে লুইস এনরিকের দল। গত রাতে ইতালির ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর রন্দাল কোলো মুয়ানি ব্যবধান দ্বিগুণ করেন। আর শেষ দিকে জয় নিশ্চিত করা গোলটি করেন লি কাং-লি।
ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। গোলদাতা এমবাপে। ওয়ারেন জাইরে-এমেরির পাস ধরে বক্সে ঢুকেই একজনকে কাটিয়ে নিচু শট নেন এমবাপে, বল কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেয়। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
প্রথমার্ধের আক্রমণের ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধেও ধরে রাখে পিএসজি। ৪৮তম মিনিটে লিডটা ২-০ হয়ে যেতে পারতো প্যারিসিয়ানদের। কিন্তু ওসমান দেম্বেলের নেয়া শটে বল জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন। ৫৩তম মিনিটে লিড দ্বিগুণ করেন কোলো মুয়ানি। নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে স্কোরশিটে নাম লেখান লি কাং-লি। এমেরির বাড়ানো বলে বটম কর্ণার থেকে দুর্দান্ত শটে জালে বল জড়ান ২২ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান এই ফুটবলার।
তিন রাউন্ড শেষে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পিএসজি। ডর্টমুন্ড ও নিউক্যাসলের পয়েন্ট ৪, দুইয়ে আছে জার্মান দলটি। এখনও জয় না পাওয়া মিলান ২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।