স্পোর্টস ডেস্ক:: টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে এসে আটকে গেলো লিভারপুল। টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তলানির দল নটিংহ্যাম ফরেস্টের কাছেই হারতে হলো তাদেরকে।
লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট আছে অবনমন অঞ্চলে। নিজেদের মাঠে লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে একধাপ উপরেও উঠে এসেছে দলটি। আর ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতেই আছে লিভারপুল।
টানা জয়ের মধ্যে থাকা লিভারপুল প্রিমিয়ার লিগের এই ম্যাচে বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো বেশ। ক্লপের দল টেবিলের তলানির এই প্রতিপক্ষ হারাতে পারলেই টানা চতুর্থ জয় তুলে নিতো। কিন্তুু পারেনি। উল্টো হেরেছে ১-০ গোলে।
মোহাম্মদ সালা-রবার্তোরা একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি। প্রথমার্ধে নটিংহ্যাম ফরেস্টও গোল আদায় করতে পারেনি। ফলে দুই দলই গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায়।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে লিভারপুরকে স্তব্ধ করে দেন তাইও আওনিই। ম্যাচের ৫৫তম মিনিটে তার গোলেই লিড নিয়ে নেয় নটিংহ্যাম ফরেস্ট। প্রথম শটে গোল আদায় ব্যর্থ হন তিনি। বল পোস্টে লেগে প্রতিহত হলে তিনি আবারো শট নেন। এবার আলিসনকে ফাঁকি দিয়ে বল খুঁজে নেয় জাল।
ম্যাচের বাকীটা সময় লিভারপুল আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাইও আওনিইর একমাত্র গোলেই স্বপ্নের এক জয় নিয়ে মাঠ ছাড়ে নটিংহ্যাম ফরেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০