টানা তিন জয়ে উড়ছে নিউ ইয়র্ক

0
96

স্পোর্টস ডেস্কঃ টি-টেনে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ও এসএএমপি আর্মি। শেখ জায়েদ স্টেডিয়ামে এসএএমপি আর্মিকে ১২ রানে হারিয়েছে নিউ ইয়র্ক। এই নিয়ে আসরে টানা তিন জয়ে রীতিমতো উড়ছে নিউ ইয়র্ক।

শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে নিউ ইয়র্ক। রান পান নিউ ইয়র্কের উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং। ৫ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩৪ রান করে প্রিটেরিয়োসের বলে ক্যাচ আউট হন তিনি। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২১ বলে ৪৭ রান আসে আজম খানের ব্যাটে। তার ৩ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় এনরিক নরকিয়ার বলে এলবিডব্লিউ হলে।

এসএএমপি আর্মির পক্ষে ৩টি করে উইকেট পান প্রিটোরিয়াস ও করিম জানাত। ২ উইকেট পেয়েছেন নরকিয়া।

জবাব দিতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি করতে পারেনি এসএএমপি আর্মি। দলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক মঈন আলি। ২৫ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪২ রান করেন এই বাঁহাতি। কিন্তু তার একার এই ইনিংস যথেষ্ট ছিল না জয়ের জন্য। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান করেন শিমরণ হেটমায়ার। আর ২০ রান আসে জনসন চার্লসের ব্যাট থেকে।

নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের পক্ষে ২ উইকেট নেন রবি রামপাল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here