টানা তিন জয়ে প্লে-অফে মুশফিকের দল

0
82

স্পোর্টস ডেস্কঃ জিম আফ্রো টি-টেনে হারতে থাকা মুশফিকুর রহিমের দল এবার টানা তিন জয়ে নিশ্চিত করেছে প্লে-অফ। প্রথম পাঁচ ম্যাচে জোহানেসবার্গ বাফেলোর জয় ছিল মাত্র একটি। এরপর টানা তিন জয়ে পায় প্লে-অফের টিকিট।

বৃহস্পতিবার রাতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জোহানেসবার্গ। হারারে হারিকেন্সের বিপক্ষে জিতেছে ৯ উইকেট আর ২২ বল হাতে রেখেই। এই জয়ে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে জোহানেসবার্গের।

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল হারারে। তবে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৮১ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের কেউই ব্যক্তিগতভাবে বিশের ঘরও ছুঁতে পারেননি। মোহাম্মদ নবি ১৪ বলে ১৯, ডোনোভান ফেরেইরা ১২ বলে ১৫, রেগিস চাকাভা ৫ বলে ১০ আর শেষদিকে ইরফান পাঠান ৬ বলে এক ছক্কায় করেন অপরাজিত ১০ রান।

জোহানেসবার্গের হয়ে মোহাম্মদ হাফিজ ও নূর আহমেদ নেন দুটি করে উইকেট।

৮২ রানের জবাবে শুরুতেই হাফিজকে (৭) হারালেও, শেষ পর্যন্ত মাত্র ৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জোহানেসবার্গ। ১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন টম ব্যান্টন। উইল স্মিথ করেন ১৯ বলে ৪৪। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার। দল সহজেই জিতে যাওয়ায় মুশফিকের আর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here