স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন জ্যাডন সাঞ্চো। ম্যাচে এদিনও শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬৮তম মিনিটে সাঞ্চোর বদলি হিসেবে নামেন তিনি। এর আগে ৫৯তম মিনিটে বদলি নামেন ক্যাসেমিরো।
লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচে আগের দুই ম্যাচের প্রথম একাদশই নামান ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ম্যাচের একমাত্র গোলটি আসে ২৩তম মিনিটে। ফার্নান্দেস বল ছুঁড়ে দেন র্যাশফোর্ডের দিকে। র্যাশফোর্ড বক্সের ভেতর পাস দেন সাঞ্চোকে। বল পেয়ে তিনি গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা বারে জালে জড়ান বল। সাঞ্চোর করা গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে যায়।
অথচ ম্যাচে বল দখলে এগিয়ে ছিল লেস্টার। ৫৪ শতাংশ বল দখলে নিয়ে ম্যাচে মোট ১০টি শট নিতে পারে লেস্টার। এর মধ্যে লক্ষ্যে রাখতে পারে ২টি। অপরদিকে ম্যাচে ৪৬ শতাংশ বল দখলে নিয়ে সব মিলিয়ে ৯টি শট নেয় ইউনাইটেড। আর গোলের লক্ষ্যে রাখতে পারে ২টি।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ের দেখা পায় ইউনাইটেডে। টানা তিন ম্যাচে প্রিমিয়ার লিগে জয় পেল দলটি। এর আগে গেল ডিসেম্বরে সবশেষ টানা তিন লিগ ম্যাচ জিতেছিল তারা। এছাড়া লেস্টার সিটির বিপক্ষে ৪ ম্যাচ পর জয় পেল জয় পেল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। এদিকে লেস্টার ড্র দিয়ে শুরু করেছিল আসর। এবার টানা চতুর্থ হার দেখলো দলটি।
বর্তমানে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ৫ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। অপরদিকে সমান ম্যাচে ১ ড্র ও চার হারে মাত্র ১ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে একেবারে তলানিতে অবস্থান করছে লেস্টার সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা