স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে তিন ম্যাচ খেললেও হাসল না তানজিদ হাসান তামিমের ব্যাট। আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ইনিংস খেলতে পারলেন না বাঁহাতি এই ওপেনার। মাত্র ১৬ রান করেছেন আজ।
বাংলাদেশের বাঁহাতি এই ওপেনারকে ইনিংস বড় করতে দেননি লকি ফার্গুসন। ডানহাতি এই পেসারের ফুল লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে থাকা ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন ১৬ রান করা তানজিদ হাসান।
এর আগে ইনিংসের প্রথম বলেই ফিরেন লিটন দাস। ট্রেন্ট বোল্টকে প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলেছেন লিটন। ডিপ ফাইন লেগে থাকা ম্যাট হেনরির কাছে গেছে ক্যাচ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ডানহাতি এই ব্যাটার।
ওয়ানডে ক্যারিয়ারে ইনিংসের প্রথম বলে এ নিয়ে দ্বিতীয়বার আউট হলেন লিটন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে। তবে ম্যাচের প্রথম বলেই আউট হলেন এবারই প্রথম। লিটন আউট হওয়ার পর তিনে নামেন মেহেদি হাসান মিরাজ। উইকেটে এখন তাঁর সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ- ডেভিড কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, লকি ফারগুসন ও ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০