স্পোর্টস ডেস্কঃ আইপিএলে টানা তৃতীয় হার দেখল মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় হারের স্বাদ পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ১২৫ রান করে হার্দিক পান্ডিয়ার দল। জবাব দিতে নেমে রিয়ান পরাগের ফিফটিতে ২৭ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে রাজস্থান।
ট্রেন্ট বোল্ট-যুজবেন্দ্র চাহালদের বল সামলাতে হিমশিম অবস্থা হয় মুম্বাই ব্যাটারদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের চেনা ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না স্বাগতিক মুম্বাই। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় হার্দিকের দল। ওপেন করতে নেমে ঈশান কিশন ১৪ বলে ১৬ রান করলেও দলের তিন ব্যাটার পর পর ফিরলেন শূন্য রানে।
ঈশান ২টি চার এবং ১টি ছক্কা হাঁকান। আরেক ওপেনার রোহিত শর্মা, তিন নম্বরে নামা নমন ধীর এবং চার নম্বরে নামা ডেওয়াল্ড ব্রেভিস কোনো রান করতে পারেন নি। রাজস্থানের পেসার বোল্ট হ্যাটট্রিকের সুযোগ পেয়ে যান। যদিও হ্যাটট্রিক হয় নি। দলীয় ২০ রানে ৪ উইকেট হারানোর পর মুম্বাইয়ের হাল ধরেন তিলক বর্মা এবং হার্দিক। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা করেন ৫৬ রান। তিলকের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩২ রানের ইনিংস। হাঁকান ২ ছক্কা।
অধিনায়ক হার্দিক ২১ বলে ৩৪ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৬টি চার। টিম ডেভিড ২৪ বলে ১টি চারের সাহায্যে মাত্র ১৭ রান করেন। রাজস্থানের সফলতম বোলার চাহাল। তিনি মাত্র ১১ রান খরচ করে নেন ৩ উইকেট। বোল্ট ২২ রানে ৩ উইকেট নেন। নানদ্রে বার্জার ৩২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে রাজস্থান। দলের ১০ রানের মাথায় ৬ বলে ১০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ওপেনার যশস্বী জয়সওয়াল। এরপর জশ বাটলারকে সাথে নিয়ে এগোতে থাকেন তিনে নামা দলীয় অধিনায়ক সাঞ্জু স্যামসন।
১০ বলে ১২ রান করে দলের ৪২ রানের মাথায় আউট হয়েছেন স্যামসন। পাওয়ারপ্লের ৬ ওভারে জাইসওয়াল-স্যামসনের উইকেট হারিয়ে ৪৬ রান তোলে রাজস্থান। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের ওভারেই আউট হয়েছেন বাটলার। দলের ৪৮ রানের মাথায় সাজঘরে ফেরার আগে ১৬ বলে ১৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ক্রিজে জুটি বাঁধেন রিয়ান পরাগ এবং রবিচন্দ্রন অশ্বিন। সময়ের সাথে সাথে ক্রিজে জমে যান দুজন। লক্ষ্য অত বড় না হওয়ায় দেখেশুনে আগাতে থাকেন দুজন। তাদের কার্যকরী ব্যাটিংয়ে হেসেখেলে লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছিল রাজস্থান।
অশ্বিন-পরাগের জুটিটা ভেঙেছে দলের ৮৮ রানের মাথায়। ততক্ষণে অবশ্য জয়ের প্রায় সকল বন্দোবস্ত সম্পন্ন করে ফেলেছে রাজস্থান। ১৬ বলে ১৬ রান করে বিদায় নেন অশ্বিন। বাকি কাজটা আরামেই সেরেছেন পরাগ। দারুণ ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রাজস্থান। ৩৯ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পরাগ। অন্যদিকে ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শিভাম দুবে ৬ বলে ৮ রান করে টিকে ছিলেন। ২৭ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় রাজস্থান। মুম্বাইয়ের হয়ে ৩ উইকেট নেন আকাশ মাধেওয়াল। ১ উইকেট নেন কোয়েনা মাফাকা। এই জয়ের ফলে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রাজস্থান। অন্যদিকে তিন ম্যাচ খেলে এখনও জয়ের দেখা না পাওয়া মুম্বাই আছে তলানিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post