স্পোর্টস ডেস্কঃ মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটের জালে ৬ গোল দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হল্যান্ড ও ফিল ফোডেন হ্যাটট্রিক করেছেন ম্যাচে। ইতিহাদ স্টেডিয়ামে সিটি জয় পেয়েছে ৬-৩ ব্যবধানে। প্রথমার্ধে দলকে ৪-০ গোলের লিড এনে দিয়ে ম্যাচ থেকে এক প্রকার ম্যানইউকে ছিটকে দেন হল্যান্ড ও ফোডেন।
রোববারের এই ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন হল্যান্ড। ১৯৭০ সালে ফ্রান্সিস লি’র পর সিটির প্রথম খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন নরওয়ের এই ফরোয়ার্ড। ইতিহাসে তৃতীয় সিটি খেলোয়াড় হিসেবে তিনি ম্যানচেস্টার ডার্বিতে হ্যাটট্রিক করলেন। ১৯২১ সালে সর্বপ্রথম হোরাসে বার্নেস এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
লিগের অষ্টম ম্যাচে এটা ম্যানসিটির ষষ্ঠ জয়। অন্যদিকে সপ্তম ম্যাচে ম্যানইউর তৃতীয় হার। এই জয়ে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কাই ব্লুজরা। আর ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে রেড ডেভিলসরা অবস্থান করছে ষষ্ঠ স্থানে। শীর্ষে আছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০