নিজস্ব প্রতিবেদকঃ দুর্দান্ত জয়ে দুর্দান্ত ঢাকা আসর শুরু করলেও, এরপর থেকে হেরেই চলেছে দলটি। এবার টানা দশম হারের দেখা পেল ফ্র্যাঞ্চাইজিটি। খুলনা টাইগার্স ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। বিপিএলের ইতিহাসে এর চেয়ে বেশি টানা হার দেখেনি আর কোনো দলই। অপরদিকে পাঁচ হারের পর জয়ের মুখ দেখল খুলনা। আসরে দলটির এটি পঞ্চম জয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ধুঁকতে থাকে ঢাকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের মান বাঁচানো পুঁজি পায় দলটি। সর্বোচ্চ ২৬ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর ২৫ রান করে করেন।
খুলনা টাইগার্সের হয়ে ৪ ওভারে ১ মেইডেনসহ মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ওয়েন পারনেল। ১৮ রান খরচে ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধও।
১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। গোল্ডেন ডাক মেরে ফিরেন অধিনায়ক এনামুল হক বিজয়। দ্রুতই ফিরে যান আরেক ওপেনার এভিন লুইস। তবে এরপর পারভেজ হোসেন ইমন, শাই হোপ ও আফিফ হোসেন ধ্রুব’র ব্যাটে ভর করে ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
দলের পক্ষে ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ হোসেন ধ্রুব। ৩০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন পারভেজ ইমন। ৩২ রান আসে শাই হোপের ব্যাট থেকে।
৩.২ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। অধিনায়ক তাসকিন আহমেদ ২৭ রান খরচে ২ উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post